স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, হরতালের নামে যারা গাড়ি ভাঙচুর করে, আগুন দেয়, দোকানপাট লুট করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণে আদায়ের জন্য নতুন আইন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলের নৈতিকতা বিরোধী ও অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করায় তারা জনগণের বিরুদ্ধে গিয়ে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধীদল যতই বিরোধীতা করুক, সরকার সর্বদলীয় হবে এবং নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সর্বদলীয় সরকার মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান।