Home
সংবাদ সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সচেতনতা কার্যক্রম শুরু

ঘুড়ি উত্সবের মধ্যদিয়ে গতকাল শুক্রবার সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মোমেন্টো ট্যুরস অ্যান্ড ইভেন্ট এবং মেমোরিয়া এন্টারটেনমেন্ট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠান দুইটি। এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক। গতকাল শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার ও আগামীকাল রবিবার চলবে সন্ধ্যায় ফানুস উড়ানো, ভোরে উঠে সূর্যোদয় দেখা, সাইক্লিং প্রতিযোগিতা।
পর্যটন মৌসুমে প্রতিদিন তিন হাজারের অধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আসেন। অনেকেই বিকালে চলে যান। আবার দ্বীপে রাত কাটাতে থেকে যান অনেকে। কিন্তু এই পর্যটকদের থাকার ব্যবস্থাপনায় নিয়োজিত হোটেলগুলো থেকে সরাসরি বর্জ্য ফেলা হয় সমুদ্রের পানিতে। এ ছাড়া সমুদ্র সৈকতে পর্যটকরাও ফেলে আসেন প্লাস্টিকের প্যাকেট ও অন্যান্য দ্রব্য, যা সমুদ্রের পানিকে দূষিত করে। এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে মোমেন্টো ট্যুরস অ্যান্ড ইভেন্ট এবং মেমোরিয়া এন্টারটেনমেন্ট-এর এই আয়োজন। এ বিষয়ে মোমেন্টো ট্যুরস অ্যান্ড ইভেন্ট এর প্রধান নির্বাহী মো: জুবাইর ইবনে মাহবুব বলেন, দেশের সর্ব দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে ঘিরে সারাবছরই থাকে পর্যটকদের ভিড়। আর সে কারণেই পরিবেশগত হুমকির মুখে রয়েছে দ্বীপটির পরিবেশ। দ্বীপটির পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই আয়োজন। একই অভিমত ব্যক্ত করেন মেমোরিয়া এন্টারটেনমেন্ট এর প্রধান নির্বাহী মাঈনউদ্দিন সুমন। তিনি বলেন, আমরা নিজেরা একটু সচেতন হলে পরিবেশ রক্ষা করা সম্ভব। আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে ট্রাভেল কাইটস, মেঘ মাটি রিসোর্ট ব্লু মেরিন রিসোর্ট। সহযোগী হিসেবে রয়েছে ঢাকা ট্রিবিউন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও।