সংসদে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ রেলমন্ত্রী

13

জনতার নিউজ

সংসদে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ রেলমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সন্ধ্যায় অধিবেশন কক্ষে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। এ সময় তার নাক নিয়ে রক্ত পড়তে দেখা যায়।

সংসদ কার্যালয় সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরেই রেলমন্ত্রী অসুস্থ ছিলেন। এর আগেও তিনি সিঙ্গাপুরে আলসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালেও নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বলেন, ‘স্যার এখন হাসপাতালে। নাক দিয়ে অল্প একটু রক্ত বেরিয়েছে। তবে ডাক্তার বলেছেন, ভয়ের কিছু নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here