
রাশিয়া বিশ্বকাপ মানে কোনো ‘রণক্ষেত্র’ নয় বলে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, সমর্থকদের মধ্যে যে কোনো ধরনের ভয়-ভীতি ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে সব রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন রুশ কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফিফা প্রধান বলেন, ‘আমরা কোনো রণক্ষেত্রে যাচ্ছি না। আপনারা দেখবেন, আমরা একটি ফুটবল পার্টিতে যোগ দিতে যাচ্ছি। সেখানে যদি কেউ কোনো ধরনের বিপত্তি ঘটাতে চায় তাহলে সে নিজেই সমস্যায় পড়বে।’
পানামায় এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো আরো বলেন, ‘বিশ্বকাপ আয়োজনকে সফল করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার বিষয়ে রুশ কর্তৃপক্ষ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ধরনের সহিংসতা বিশেষ করে রুশ এবং ইংলিশ সমর্থকদের মধ্যে দাঙ্গা শক্ত হাতে প্রতিরোধ করা হবে।’