
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার দয়ারামপুর সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ মহিলাসহ ৬ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছে। রবিবার সন্ধা ৬ টার দিকে গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে পুলিশ ৬ জনের খবর নিশ্চিত করেছে। আরো এক শিশুর অবস্থা আশংকাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এলাকা থেকে রোগী নিয়ে নেত্রকোনার দুর্গাপুরের উদ্দেশ্যে সিএনজি নিয়ে রওনা হয় একটি পরিবার। পথিমধ্যে দয়ারামপুর এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ট্রাকের মধ্যে ঢুকে যায়। এতে সিএনজি চালক, ৪ মহিলাসহ ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারায়। পরে আহতাবস্থায় অপর একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত আরেক শিশুর অবস্থা আশংকাজনক।
পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করেছে পুলিশ । নিহহতরা হলেন, স্বামী মনির হোসেন (৩৫), স্ত্রী পপি আক্তার (৩০), কন্যা মীম( ১২), বোন আসমা আক্তার (২৮), ভাই বৌ আয়েশা (৩০) ও সিএনজি চালক হাবিবুর রহমান (৩০)। তাদের বাড়ি পলাশকান্দা, নয়াবাড়ি দুর্গাপুর।