মেহেরপুরে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

29

meherpurnews

মঙ্গলবার বিকেলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মেহেরপুর শহরে প্রগতি ক্লিনিক নামের একটি ক্লিনিক ভাংচুর করে সেটিতে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। ভুল চিকিৎসায় নিহত রোগীর নাম ইমরান হোসেন (২৬) ।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র ইমরানের বাবা খায়রুল আলম সাংবাদিকদের জানান, নামপ্রকাশে অনিচ্ছুক এক সেবিকা তাঁকে জানিয়েছেন, অপারেশনের সময়ে ভুলক্রমে পুরুষাঙ্গের একটি শিরা কেটে ফেলায় ইমরানের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে দুই চিকিৎসক দ্রুত ক্লিনিক ত্যাগ করেন।
এদিকে ইমরানের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে হামলা চালায়। তারা ক্লিনিক ভাঙচুর করে। বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকের সামনের সড়কে অগ্নিসংযোগসহ মেহেরপুর-মুজিবনগর সড়ক অবরোধ করেন। ক্লিনিক মালিক হাফিজুর রহমানকে ধরে মারধোরের এক পর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার হামিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযোগের ব্যাপারে জানতে হাফিজুর রহমানের মোবাইলে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। হাসপাতালের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here