ভ্যাট ইস্যুতে ব্যবসায়ীদের সঙ্গে অর্থমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়

28

জনতার নিউজঃ

ভ্যাট ইস্যুতে ব্যবসায়ীদের সঙ্গে অর্থমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ইস্যুতে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেয়ার পর ব্যবসায়ী ও অর্থমন্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই ও এনবিআরের বাজেট সভায় এ ঘটনা ঘটে।

সভার একপর্যায়ে ব্যবসায়ী নেতা আবু মোতালেব ঘোষণা দেন, ‘দাবি মানা না হলে রাজপথে আন্দোলনে নামা হবে।’ এই বক্তব্যের পর অর্থমন্ত্রী ব্যবসায়ীদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলন করে কিছুই করতে পারবেন না।

পরে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ ও সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here