ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিলেও বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রায়ে অস্বচ্ছতা ও ঘোষণার আগেই চূড়ান্ত রায়ের কপি ফাঁস হওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি। দলীয় সূত্রে এ কথা জানা গেছে।
অন্যদিকে বুধবার বিকেল ৪টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিয়েছে দলটি। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের ভঅরপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বুধবার বিকেল ৪টায় নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ের কপি ঘোষণার আগেই ফাঁস হওয়া এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন মির্জা ফখরুল।