বৃক্ষমানবের সফল অস্ত্রোপচার : চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়’

36

জনতার নিউজ

‘ট্রি-ম্যানের সফল অস্ত্রোপচার : চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিরল রোগে আক্রান্ত ‘বৃক্ষমানব’ আবুল বাজনাদারের সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায় শুরু হয়েছে।

রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবুল বাজনাদারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি আবুলের চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন। সফল অস্ত্রোপচারের খবর শুনে তিনি চিকি‍ৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।

এই বিরল রোগের চিকিৎসা ব্যয় ইতোমধ্যে সরকার নিয়েছে। আবুল বাজনাদার সুস্থ না হওয়া পর্যন্ত সরকার তার চিকিৎসা ব্যয় বহন করবে।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক আবুল কালাম সাংবাদিকদের বলেন, জেনেটিক কারণে আবুল বাজনাদারের এ রোগ ফের হতে পারে। তবে আমরা সতর্ক রয়েছি। তার টিস্যু, রক্ত ও লালা আমেরিকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here