Home
জাতীয় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে সুপারিশ করবে না ইইউ
বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে কোনো সুপারিশ করবে না ইউরোপীয় পার্লামেন্ট।
শুক্রবার তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের এ অবস্থান তুলে ধরেন দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জিন লাম্বার্ট।
বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো সুপারিশ করব না। এটা বাংলাদেশের জনগণের ঠিক করার বিষয়।’ তবে বিষয়ে যতো দ্রুত আলোচনা হবে, ততোটাই উত্তম সমাধান মিলবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশে ব্লগার ও অন্যান্য মুক্ত চিন্তার মানুষ যাতে নিজের মতপ্রকাশকে ‘নিরাপদ’ও ‘মূল্যবান’মনে করেন, এমন পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান লাম্বার্ট।