ফেসবুক কেলেঙ্কারি: আনুষ্ঠানিক তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

জনতার নিউজ

206

ফেসবুকের তথ্য কেলেঙ্কারি সংক্রান্ত ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক বিবৃতিতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

এফটিসি-এর ভারপ্রাপ্ত পরিচালক টম পাহল জানান, ফেসবুকের ‘প্রাইভেসি প্র্যাকটিস’ সম্পর্কে প্রকাশিত সংবাদ রিপোর্টগুলোকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে এফটিসি। তারা একটি উন্মুক্ত তদন্ত শুরু করতে যাচ্ছে।

জানা গেছে, ফেসবুক কোম্পানিকে প্রশ্ন সম্বলিত একটি চিঠি পাঠিয়েছে এফটিসি। পাঁচ কোটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছে গেলো-কোম্পানিটির কাছে চিঠিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর এড মার্কে এক টুইট বার্তায় জানান, ফেসবুক কোনোধরনের বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করেছে কি-না সে সম্পর্কে খতিয়ে দেখবে এফটিসি।

প্রসঙ্গত, ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নামছে যুক্তরাজ্যও। দুই দেশের রাজনীতিবিদরা চান মার্ক জাকারবার্গ স্বীকারোক্তি দিক। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ জানান, তিনি স্বীকারোক্তি দিতে প্রস্তুত আছেন।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here