
জনতার নিউজ জহুরুল আলম খান
আর্থিকভাবে অসচ্ছল সহকর্মীদের জন্য তিনটি গরু কোরবানি দিলেন নায়িকা পরীমনি। বুধবার সকাল ১০টার দিকে এফডিসিতে তিনটি গরু কোরবানি দেওয়া হয়। গরু কোরবানির সময় এ নায়িকাও উপস্থিতি ছিলেন চলচ্চিত্র পাড়ায়। নিজেই তদারকি করেছেন মাংস প্রস্তুত করার।
পরীমনি বলেন, ‘এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসিতে কোরবানি দেবো। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না।’
গত বছরও পরীমনি পশু কোরবানি দিয়েছিলেন এফডিসিতে। এবারও কোরবানি দিলেন।
ইত্তেফাক/জেডএইচ