৭ই নভেম্বর উপলক্ষে বৃহস্পতিবার শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করতে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি করা হবে।
মির্জা ফখরুল বলেন, আজ রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায় পৌঁছেছে যে স্বৈরতন্ত্র গণতন্ত্রকে হত্যা করতে চলেছে। বর্তমান সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়েছে। ফেলানীর লাশ সীমান্তের কাটাতারে ঝুলে থাকে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
তিনি আরও বলেন, এ অবস্থা থেকে উত্তরণে আমরা আজ ৭ নভেম্বরের চেতনায় শপথ নিয়েছি গণঅভ্যুত্থান সৃষ্টি করে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করবো।