তারেকের নেতৃত্বে বিএনপির মরণ যাত্রা শুরু হলো’

জনতার নিউজ

5453

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন ‘বিএনপির নির্বাহী কমিটির সভার মাধ্যমে কার্যত: বেগম জিয়ার পতন হলো। তারেক মসনদ দখল করলো। ম্যাডামের সম্ভবত এটাই বিদায়ী ভাষণ’

চিকিৎসার জন্য বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপির জনপ্রিয় এই নেতা। ওয়ান ইলেভেনের পর থেকেই মূলত: বিএনপি থেকে বিচ্ছিন্ন। তারেকের সাথে তার মতদ্বৈততা ওপেন সিক্রেট কিন্তু বেগম জিয়ার প্রচ্ছন্ন সমর্থন আর কর্মীদের মধ্যে বিপুল জনপ্রিয়তার কারণে এখনও তাকে দল থেকে বাদ দেয়া সম্ভব হয়নি।

নিউইয়র্কের জ্যাকসন হাইটে এখন তিনি জনপ্রিয় মুখ। তার সংগে গল্প করেন সব মত ও দলের সমর্থকরাই। ঐ আড্ডায় তিনি বলেছেন ‘তারেকের নেতৃত্বে বিএনপির মরণ যাত্রা শুরু হলো। তারেক রাজনীতির সংগ্রাম থেকে তৈরী হননি। এজন্য তার নেতৃত্বে বিএনপির পূন:জাগরণ সম্ভব নয়।’

খোকা বলেছেন ‘তারেক রাজনীতি না বুঝেই পন্ডিতি করে। ম্যাডাম ৮২ থেকে রাজপথে আন্দোলন করে নেতৃত্ব নিয়েছিলেন। তারেকের তেমন কোন ত্যাগ নাই। তারেক বিএনপির জন্য কোন কিছুই করতে পারবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here