‘তারেককে না সরালে বিএনপি অতল গহব্বরে হারিয়ে যাবে’

21
J News
'তারেককে না সরালে বিএনপি অতল গহব্বরে হারিয়ে যাবে'

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারেক রহমানকে আগামী কাউন্সিলে পদ থেকে না সরালে বিএনপি অতল গহব্বরেহারিয়ে যাবে। বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদটি কাউন্সিলারদের মাধ্যম নির্বাচন করবে। যিনি এখন এ পদে আছেন তাকে না সরান হলে বিএনপি যে অতল গহব্বরে আছে তা থেকে বের হতে পারবে না।’

হাছান মাহমুদ আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের এই প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর করার বিষয়ে জনগণের নিকট দায়বদ্ধ। যত দিন পর্যন্ত এ দেশে একজনও যুদ্ধাপরাধী বেঁচে থাকবে, তত দিন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া চলতে থাকবে। যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ। যুদ্ধাপরাধীরা সমগ্র বিশ্বেই ঘৃণিত। ৯৩ বছর বয়সেও অতিসম্প্রতি একজন নাৎসি যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here