জঙ্গি সন্দেহে শাবি শিক্ষার্থী গ্রেফতার

16

জনতার নিউজ

জঙ্গি সন্দেহে শাবি শিক্ষার্থী গ্রেফতার

জঙ্গি সন্দেহে সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম সাদমান আবেদিন। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সাদমানকে গ্রেফতার করেছে।

এর আগে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শাবির আইপিই বিভাগের ২ জন ও ব্যবসা প্রশাসন বিভাগের একজনকে আটক করে পুলিশ ও র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here