তারেক এর ঘনিষ্ট বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন জেলগেটে রেডিমেড সন্তানসহ অন্যজনের বউ চ্যানেল ওয়ানের অদিতি সেনগুপ্ত’রে পরকীয়ার ফাঁদে ফেইলা বিয়ে করে নিজের বউকে তালাকের নোটিশ দিয়ছেন।
তালাকের নোটিস পেয়েছেন আলোচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন। তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ২০০৭ সালের ৩১ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে আছেন। নোটিশটি হাতে পাওয়ার পর এ বিষয়ে খোঁজখবর নিয়ে এটিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন শাহিনা ইয়াসমিন
ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে শাহিনা সোমবার মামলাটি করেন।
বিচারক মো. আফতাবুজ্জামান মামলাটি চলতে পারে কি না (রক্ষণীয়তা শুনানি) সে বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। মামলার আরজিতে বাদী শাহিনা ইয়াসমিন উল্লেখ করেন, ১৯৮৪ সালে গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তানের জন্ম হয়।
২৯ সেপ্টেম্বর তিনি কারাবন্দী মামুনের পক্ষ থেকে তালাকের নোটিশ পান।