Home
ফিচার চিকিৎসার নামে ভণ্ডামি চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চিকিৎসার নামে ভণ্ডামি চলবে না। যারা বেসরকারি ক্লিনিক খুলে অপচিকিৎসা চালায়, রোগীকে সুস্থ করার পরিবর্তে মৃত্যুর মুখে ঠেলে দেয় তারা ডাক্তার নন, কসাই। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ এ ব্যাপারে চিকিৎসক সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট (ইএনটি) মিলনায়তনে মহান বিজয়ের মাস উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধনকালে তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো, এই হোক এবারের বিজয় দিবসের অঙ্গীকার।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে হাসপাতালটিকে ২৫০ শয্যা করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন ইএনটির চিকিৎসরা সেই উদ্দেশ্য সফল করবেন এটা আমার প্রত্যাশা।’