Home
আদালত গ্যাটকো মামলায় ২ মাসের মধ্যে আদালতে যেতে হচ্ছে খালেদাকে

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদন খারিজের হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে এই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে।
সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বলে জানিয়েছেন মামলাকারী কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি খুরশিদ আলম খান। এখন পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালতে পৌঁছার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে।
এদিকে খালেদার কৌঁসুলি রাগীব রউফ চৌধুরী বলেন, তারা এখনো রায়ের অনুলিপি পাননি।
পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল বিভাগে যাবেন বলে আগেই জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রধান কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন।
জরুরি অবস্থার সময় দুদকের করা এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করেই গত ৫ আগস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।
অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।
এর ফলে খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার বিচার চলতে আর কোনো আইনগত বাধা দেখছেন না দুদকের কৌঁসুলিরা।