গোপনাঙ্গে লুকিয়ে ইয়াবা পাচারকালে বিমানযাত্রী নারী আটক

246

জনতার নিউজ
কনডমে ভরে বিশেষ অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে শ্যামলী বেগম (২৮) নামে এক বিমানযাত্রী নারী ধরা পড়েছেন। সোমবার বেলা তিনটার দিকে কক্সবাজার বিমান বন্দরের তল্লাশীকালে ইয়াবাসহ তাকে আটক করেন নিরাপত্তাকর্মীরা।

আটক শ্যামলী বেগম (২৮) ঢাকার টাঙ্গাইলের মির্জাপুর গড়াই এলাকার আজাহার মিয়ার স্ত্রী।

কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, আটক শ্যামলী বেগম একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন। নিরাপত্তা গেইটে তল্লাশীকালে দায়িত্বরত মহিলা আনসার তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করেন। ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পুটলায় ৫ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থাসায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন: রংপুরে নির্বাচনী প্রচারণার সময় আহত মির্জা ফখরুল

কক্সবাজার থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here