গাড়িতে বসিয়েই সাদা স্ট্যাম্পে সই নেয়: পারভেজ হোসেন

জনতার নিউজ

258
ফাইল ছবি
রাজধানীর লালমাটিয়ায় থেকে অপহরণের ১১ ঘণ্টা পর কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। কিন্তু এর আগে একটি সাদা স্ট্যাম্প পেপারে তার ইংরেজি ও বাংলায় স্বাক্ষর নেয় তারা। 
আজ শনিবার দুপুরে লালমাটিয়ার সি ব্লকের বাসায় এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
পারভেজ হোসেন বলেন, আমাকে মারধর করা হয়নি, তবে অজ্ঞান করা হয়েছিল। অপহরণকারীরা দুই সেট সাদা স্ট্যাম্পে ইংরেজি ও বাংলায় সই নিয়েছে। তবে কেন তারা এটা করলো তা আমি বুঝতেছি না। এ ঘটনায় আমি আতঙ্কিত ও শঙ্কিত।
অপহরণের ঘটনার বিষয়ে তিনি বলেন, শুক্রবার নামাজ পড়ে বাসায় ঢোকার সময় একজন আমাকে সালাম দেয়, আরেকজন পেছন থেকে এসে আমাকে টেনে গাড়িতে তোলে এবং মুখোশ পরায়। মাথায় অস্ত্র ঠেকিয়ে নাকে একটা রুমাল ধরে এরপর আমার আর কিছু মনে নেই। এরপর তারা গাড়ির ভেতর বসিয়ে স্বাক্ষর নেয়। সাক্ষর নিয়ে আমাকে কাঞ্চন ব্রিজের পাশে নামিয়ে দেয়। এরপর আমি বাসায় ফোন দিলে ৩০০ ফিট এলাকা থেকে আমাকে বাসায় নিয়ে আসে’।
শুক্রবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় কে বা কারা তাকে অপহরণ করে। এর পরপরই ঘটনার তদন্ত করে মোহাম্মদপুর থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here