গাজায় মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, চিকিত্সক ও নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম পাঠানোর উপায় বের করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের সঙ্গে আলোচনা শুরু করেছেন।