খালেদা জিয়া নারী উন্নয়ন বিরোধী :ইনু

জনতার নিউজ

66

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নারী উন্নয়ন বিরোধী ও নির্যাতনকারীদের সঙ্গী আর শেখ হাসিনার সব নীতি আইনের মধ্যেই আছে নারী উন্নয়ন, নারীর স্বার্থ। ধর্মের মুখোশধারী উন্নয়ন বিরোধী শক্তি ও ওদের লালন-পালনকারী খালেদা জিয়ার বিএনপিকে সমাজের ও রাজনীতির মাঠ থেকে একঘরে করতে হবে।

রবিবার কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাতীয় নারী জোট ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভেড়ামারা উপজেলা নারী জোটের সভাপতি নাসিমা আলিম সাজু’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি আফরোজা হক রীনা, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নারী বিদ্বেষীদের মিষ্টি কথায় না ভুলে ওদের আর জায়গা না দিতে নারী সমাজের প্রতি আহ্বান জানান হাসানুল হক ইনু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here