Home
ফিচার এসআই মাসুদের বিচার চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্মমভাবে নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারের বিচার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে চিঠি দিয়েছেন ব্যাংকটির গভর্নর ড. আতিউর রহমান। বুধবার গভর্নর এই চিঠি পাঠান বলে জানা গেছে।
শনিবার রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার সময় গোলাম রাব্বানী ওরফে রাব্বীকে তল্লাশির নামে মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদার নির্যাতন করে। পরে রাব্বী ওই থানায় অভিযোগ করে সাংবাদিকদের বলেছিলেন, ‘ওই রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। আমার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।’ তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো মাসুদ শিকদার। চাঁদা না দিলে ক্রস ফায়ারের হুমকি দেয় ওই পুলিশ।