একটি অসহায় অসুস্থ্য পরিবার সরকার ও বিত্তবানদের কাছে মানবিক সাহায্য চেয়েছেন

100

জনতার নিউজঃ
জনাব ফজলুল হক বাড়ী কুমিল্লার কসবা থানা এলাকা থাকে চট্রগ্রামের ডবল্মুরিং থানা এলাকার হামিদের বস্তিতে দুই সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার তাদের মত করে ভালই চলছিল তিনি পেশায় রিক্সা চালক তিন বছর আগে ব্রেন স্ট্রোক করে ডান সাইড একেবারে প্যারস্লাইজড হয়ে আর রিক্সা চালানো ত দুরের কথা নিজে চলতেও পারে না গত তিন বছর তার স্ত্রী বাসায় বুয়ার কাজ করে কোন রকম সংসার ও তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছিলেন কিন্তু অর্থের অভাবে দুই ছেলের লেখা পড়া বন্ধ হয়ে গেছে কারন যেখানে ঠিক মত খেতে পারে না সেখানে বাচ্চাদের পড়া লেখা কি করে হবে। আবার বিপদের উপর বিপদ তার স্ত্রী সুহেদা বেগম বাসায় কাজ করতে করতে অসুস্থ্য হয়ে পড়েছে তার পেটে পাথর হয়েছে যাকে বলে গল ব্লাডার অপারেশন করতে হবে বর্তমানে তাদের পেটের খাবার ও জুটে না বাচ্চাদের নিয়ে এই পরিবার মানবেতর জীবন জাপন করছে দু বেলা খেতেও পায় না ডাক্তার ও মেডিসিন খরচ নাই যার জন্য ধিরে ধিরে উভয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তারা নৌকার ভোটার হিসেবে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন যাতে তারা সুস্থ্য হয়ে আবার কর্ম জীবনে ফিরে যেতে পারেন আর বাচ্চা দুইটাকে লেখা পড়া করাতে পারে এই আবেদন জানিয়েছেন। আমার ফেসবুক বন্ধুদের কাছে আবেদন যে যাহা পারেন এই অসহায় পরিবারটাকে সাহায্য করেন দুহাদা বেগমের গল ব্লাডার অপারেশন করতে ৩৫০০০/ টাকা লাগবে আর ফজলুল হক কে ভারতে নিয়ে যেতে হবে সেখানে প্রায় এক লাখ টাকার মত লাগবে। তাদের মোবাইল বা বিকাশ একাউন্ট নাই তাই আমার বিকাশ নাম্ভার ০১৬১৯২০২২২৮ পারসোনাল আর নগদ একাউন্ট ০১৮৮৬৫০২২২৮। আমি কিছু ঔষধ কিনে দিয়েছি ও কিছু খাবার দিয়েছি। বর্তমানে তাদের করুন অবস্থা তাই আমাকে বললেন ভাই আপনি যদি দয়া করে আপনার পত্রিকায় একটা রিপোর্ট করে দেন তার পর যদি কোন কারনে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে।পরে যায় তাহলে এই দয়াবতি মা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আর অনেক দয়ালু ধনি ব্যক্তিও আছেন যারা সাহায্য করলে আমি ও আমার পরিবার বেচে যাবে। তাই সবাইকে অনুরোধ করছি এই অসহায় পরিবার কে বাচাতে যে যাহা পারেন সাহায্য করেন। জনাব ফজলুল হকের বয়স ৪০+ পুর্নাংগ ঠিকানা গ্রাম হিননাল পোস্ট অফিস চন্ডিধর, থানা কসবা জেলা ব্রাহ্মমন বাড়ীয়া বর্তমানে হামিদের বস্তি উত্তর আগ্রাবাদ, দাইয়াপারা চট্রগ্রাম তার ছেলে ১। মানিক বয়স ১৪ ৩য় শ্রেণী বর্তমানে আর্থিক কারনে স্কুল যাও্যা বন্ধ অনেক টাকা বাকি ২। সাইদুল হক বয়স ৭ শিশু শ্রেণী আগ্রাবাদ টি এন্ড টি স্কুলের ছাত্র ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here