সাভার(ঢাকা): আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- গৌরিপুর এলাকার শাহাজাহানের ছেলে তপু (৩০) ও চারাবাগ এলাকার ইব্রাহিমের ছেলে নুরুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আশুলিয়া থানার উপ পরিদর্শক শহিদুল হোসেন মোল্লার নেতৃত্বে সাদা পোশাকের পুলিশের একটি দল গৌরিপুর এলাকার মাদক ব্যবসায়ী রাসেলের বাড়িতে অভিযান শুরু করে। তবে অভিযান পরিচালনার সময় পুলিশের পোশাক না থাকায় ওই মাদক ব্যবসায়ীরা পুলিশকে ডাকাত বলে মারধর শুরু করে। পরে একপর্যায়ে তারা পুলিশ পরিচয় দিলে মাদক ব্যবসায়ী রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার অপর দুই সহযোগীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম সাদা পোশাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করার সময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের একটু বাকবিতণ্ডা হয়েছে।