
কবি সুফিয়া কামাল হলে এক কোটা সংস্কার আন্দোলনকারী এক ছাত্রীকে মারধর করে পায়ের রগ কেটে দিয়েছে বেগম সুফিয়া কামল হলের ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান এশা এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে।
আজ রাত ২টার দিকে এ হামলা চালায় বলে জানা গেছে।
ছাত্রলীগের এ হামলার প্রতিবাদে সুফিয়া কামাল হলের সামনে আন্দোলন অব্যাহত রেখেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
ওই ছাত্রীকে মারধরের প্রতিবাদে পাঁচশতাধিক কোটা সংস্কার আন্দোলনকারী স্লোগান দিচ্ছে। সাধারণ ছাত্রীরা হলের ভেতরে বিক্ষোভ করছেন। আশেপাশের সকল হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে বিক্ষোভে যোগদান করছে। তাদের দাবি হামলাকারীদের শাস্তি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা হামলাকারীদের বহিস্কারের দাবি জানায় তার কাছে। তিনি ‘সকল দাবি মানা হবে’ বলে স্থান ত্যাগ করেন।
আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হল সুত্রে জানা যায় মেয়েটির পায়ের রগ কাটে নাই সে উত্তেজিত হয়ে গ্লাসে লাথি মেরেছিল এতে তার পা কেটে যায় পরে ছাত্রী তার নিজ ইচ্ছায় মগবাজারে তার স্থানীয় অভিভাবকের বাসায় গিয়েছেন।