‘আন্দোলনের বিষয়ে বৃহস্পতিবার মতামত জানানো হবে’

জনতার নিউজ

76
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলন আজকের মতো স্থগিত করা হলো। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়ে মতামত জানানো হবে।
 
বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রাজু ভাস্কর্য এলাকায় তিনি এ সব কথা বলেন।
 
এর আগে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি একেবারেই তুলে দেয়া হোক। প্রতিবন্ধী ও নৃগোষ্ঠীর জন্য বিশেষ বিবেচনায় চাকরি দেয়া হবে।’ একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান জানান।
 
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছি। রাতে আমরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা বসে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক আলোচনা করবো। আলোচনার সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেয়া হবে। এ সময় তিনি সবাইকে হলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
 
তার এ আহ্বানের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here