
জনতার নিউজঃ
আমার এম,পি ডট কম একটি জনসচেতনা মূলক সামাজিক সংস্থা যার রয়েছে প্রতিটি সংসদীয় এলাকায় একজন করে এম্বাসেডর তাদের মাধ্যমে জনগণের সাথে সরাসরি সংসদ সংস্যদের মেল বন্ধন বা যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। আমার এম পি উদ্বোধনের পুর্বেই mBillionth award south asia 2017 and THE Business Excellence Award এর জন্য নির্বাচিত হন। এবং Europe Business Assembly (EBA) থেকে The Best Regional Enterprise হিসেবে আমার এম পি ডট কম কে নির্বাচিত করে। সরকারি ছাড়পত্র পেতে কিছুটা বিলম্ব হলেও আগামি ১৬-০১-২০১৮ ইং সকাল ১০টা ৩০ মিনিটের সময় উদ্বোধন হতে যাচ্ছে। স্থান বিসিবি অডিটোরিয়াম আগারগাঁও ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া , উদ্বোধক জনাব জোনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতি মন্ত্রী (আই সি টি)
সুশান্ত দাস গুপ্তঃ চেয়ারম্যান, আমার এম পি ডট কম www.amarmp.com
এছাড়া আরো উপস্থিত থাকবেন বিভিন্ন এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্যগন ও মন্ত্রী প্রতি মন্ত্রী এবং এম পিদের এম্বাসেডরগন। আমার এম পি ডটকমের চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত আশা প্রকাশ করেন সরকারি কোন অনুষ্ঠানের পর আমাদের এই অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক সংসদ সদস্য উপস্থিত থাকবেন এবং আমাদের সংগঠনের জন্য এটা একটা মাইলপলক। আমরা উদ্বোধনের পর আমাদের কর্মদক্ষতার মাধ্যমে জনগনের সকল প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান এম পি মহোদয়দের করতে আপ্রান চেস্টা করে যাবো।