
২৪ জানুয়ারি ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
২৪ জানুয়ারি ২০১১ সালে পার্বত্য চটগ্রামের খাগড়াছড়িতে ব্যাটালিয়নটি প্রতিষ্ঠা লাভ করে। পার্বত্য চটগ্রামে সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ৫ সেপ্টেম্বর ২০১৪ সালে ব্যাটালিয়নটি কুষ্টিয়াতে আগমন করে। নবগঠিত ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি ইন-এইড-টু সিভিল পাওয়ার এর আওতায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে।
সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে দেশের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিভিন্ন কর্মসূচী সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর মধ্যে ছিল,মিলাদ মাহফিল, কোয়ার্টার গার্ডে পতাকা পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদ্বোধন করেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, বিজিবি অফিসার্সবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদুল হক খান, পিপিএমএস উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে ব্যাটালিয়নের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।