ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশবাসী নিজ নিজ এলাকায় অশুভ শক্তিকে প্রতিহত না করলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। আজ শনিবার মিন্টো রোডের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেয়া হচ্ছে কারণ সেগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার যার এলাকায় সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্কুলগুলোকে রক্ষা করুন। আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-শিক্ষক, এলাকাবাসী সবাইকে মিলে অগ্নিসংযোগকারীদের প্রতিহত করুন।
তিনি আরো বলেন, নির্বাচন ঠেকানোর নামে বিরোধী দল শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে। আন্দোলনের নামে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে শিক্ষার্থী, অভিভাবক, দেশবাসী এমনকি পশুও নিরাপদ নয়।
এ সময় তিনি অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারে প্রতিও আহ্বান জানান।