J News
সন্ত্রাসবাদের অভিযোগে অর্ধশতাধিক শিরশ্ছেদ করবে সৌদি আরব

সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে আগামী কয়েকদিনের মধ্যে অর্ধশতাধিক মানুষের শিরশ্ছেদ করা হবে। সন্ত্রাসবাদের অভিযোগে দেশটিতে শিরশ্ছেদের ঘটনা এটাই প্রথম। মৃত্যুদণ্ড পাওয়াদের মাঝে এমন তিনজন রয়েছেন যারা গ্রেফতার হওয়ার সময় কিশোর বয়সী ছিলেন।

শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু হয়ে আগামি কয়েকদিন ধরে সৌদি আরবের কয়েকটি প্রদেশে এই শিরশ্ছেদ চলবে। এর মধ্যে তেল সম্পদে সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশের আল আওয়ামিয়াহ এলাকায় ৭ শিয়া ধর্মাবলম্বীর শিরশ্ছেদ করা হবে। এদের মাঝে একজন শিয়া ধর্মযাজকও রয়েছেন। সৌদি আরবের শিয়ারা বহুদিন ধরেই দেশটির কেন্দ্রীয় সুন্নী সরকারের বিরুদ্ধে বৈষম্য ও দুর্ব্যবহারের অভিযোগে আন্দোলন করে আসছিল।

চলতি বছরে সৌদি আরবে ইতোমধ্যেই অন্তত ১৫১ জনের শিরশ্ছেদ করা হয়েছে। তবে সন্ত্রাসবাদের অভিযোগে শিরশ্ছেদের ঘটনা এটাই প্রথম। গত বছর দেশটিতে মোট ৯০ জনের শিরশ্ছেদ করা হয়। কিন্তু এর একটিও সন্ত্রাসবাদের অভিযোগে করা হয়নি।

যাদের শিরশ্ছেদ করা হচ্ছে তাদের মাঝে আল কায়েদা ও আইএস এর সদস্য এবং সমর্থকরাও রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here