জাতীয় সংসদে যোগ দিয়েছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় তারা নবম সংসদের ১৯তম অধিবেশনে অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি ও ১৮ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক করেন। ৪০ মিনিটব্যাপী বৈঠক করার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই তা মুলতবি করা হয়েছিল। আজ বিকালে এমপিদের সাথে বৈঠক শেষে দলটি সংসদে যোগদানের সিদ্ধান্ত নেয়।