স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের পরিচয়পত্র দেবে সরকার। প্রথমে নিবন্ধন তারপর এই পরিচয়পত্র দেয়া হবে।
রবিবার বিকালে সচিবালয়ে মিয়ানমার সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিবন্ধনের পর পরিচয় পত্র দেয়া হবে। আইডি কার্ড ছাড়া রোহিঙ্গাদের কেউ দেশি ও আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা পাবে না।
বৈঠকে রোহিঙ্গাদের জন্য থাকার জন্য ক্যাম্প স্থাপন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কাছে ২ হাজার একর জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করা হবে। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বৈঠকে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ, আইজিপি একেএম শহীদুল হক, র্যাবের ডিজি বেনজির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন।