
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে বলেছেন, জাতীয় শোক দিবসে মিথ্যা জম্মদিন পালন করে হত্যার রাজনীতিকে উৎসাহিত না।
আজ রবিবার সকালে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)’র ভিআইপি লাউঞ্জে নাগরিক সমাজ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।