Report

 

ভূমিকম্প:  নেপালে মৃত ৯ শতাধিক, জরুরি অবস্থা জারি

নেপালে ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ খবরে জানা গেছে, মৃতের সংখ্যা নয়শ ছাড়িয়েছে। ভেঙে পড়া অসংখ্য ভবনের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন। দেশটির পুলিশ বলছে, এ সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ভূমিকম্পটির উত্পত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯। ভূমিকম্পে ভারতের ১৮ ও বাংলাদেশের চারজনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে কাঠমান্ডুর ঐতিহ্যবাহী ধারাহারা টাওয়ারসহ বহুভবন ধ্বংস হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিমালয় অভিযানে যাওয়া পর্বতারোহীদের একটি বেস ক্যাম্পের একাংশ বরফের ধসে চাপা পড়েছে। এখানে আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here