
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে উদ্দেশ্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদকে সামনে রেখে কোন গাড়ি আটকাবে না, কিন্তু আপনাদের আন্দোলনের গাড়িই আটকে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে মাওয়া ফেরিঘাট এবং ঢাকা-মাওয়া মহাসড়ক ও ঢাকা-দোহার সড়ক পরিদর্শনে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমি কখনও বলিনি এখনই দেশের সব রাস্তা ঝকঝকে তকতকে হয়ে যাবে। তবে ২০১৮ সালের মধ্যে সব রাস্তা ঝকঝকে তকতকে হবে। আর এখন যতটকু সমস্যা আছে আগামীতে ঈদে তাও থাকবে না।
এ সময় তিনি মাওয়া ফেরিঘাট স্থানান্তর কাজের অগ্রগতিরও খোঁজ-খবর করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান আফতাব উদ্দিন ও মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।