anuska

news

মাঝে কিছুদিন পর্দায় দেখা যায়নি বলিউড নায়িকা আনুশকা শর্মাকে। তবে এবার তিনি ফিরছেন। পাঞ্জাবি তরুণী নয়, অন্যরূপে। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৩ সালে বিশাল ভরদাজের ‘মটরু কি বিজলী কা মন্ডোলা’ সিনেমাতে। সিনেমা খুব বেশি জনপ্রিয় না হলেও অনুশকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

কিন্তু ‘রব নে বানাদি জোড়ি’ থেকে ‘মটরু কি বিজলী কা মন্ডোলা’ সবকটি সিনেমায় তাকে প্রায় একই ধরনের পাঞ্জাবি তরুণীর চরিত্রে দেখা গেছে। তাই এ বছরে একেবারে ভিন্ন ভিন্ন ভূমিকায় দর্শকরা দেখতে পাবেন অনুশকাকে।

জানা গেছে, তার এ বছরের ছবি বম্বে ভেলভেটের শুটিং শেষ হয়েছে। পাশাপাশি শুটিং চলছে ‘পিকে’ ও ‘দিল ধড়কানে দো’ সিনেমার। এতগুলি সিনেমাতে ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করার পর অনুশকা নিজেকে তৈরি করছেন ‘এনএইচ১০’ ছবির জন্য। টুইটারে সেই কথাই ভক্তদের জানিয়েছেন আনুশকা।

আর এ সিনেমার মধ্যে দিয়েই প্রথম প্রযোজনার জগতে পা রাখতে চলেছেন ‘জাব তাক হ্যায় জান’ খ্যাত অভিনেত্রী। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here