ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান নিহত হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদুত মার্সিয়া বার্ণিকাট দাফতরিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বার্ণিকাট তার দাফতরিক এ বিবৃতিতে বলেন, আজ সন্ধ্যায় ঢাকায় জুলহাজ মান্নান এবং আরেক বাংলাদেশির নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। জুলহাজ আমার এবং যুক্তরাষ্ট্রের অ্যামবেসিতে যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের কাছে সহকর্মীর চেয়ে বেশিকিছু ছিল। তিনি সবার প্রিয় বন্ধু ছিলেন।
আমরা জুলহাজের জন্য এবং নিহত ও আহত অন্যদের জন্য প্রার্থণা করছি। সহিংসতার এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি জোরালো তাগিদ দিচ্ছি যেন খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়।