image_95286বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে নির্বাচিত করার নাটকের প্রথম পর্বের পর এবার নির্বাচনের নামে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ বা পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। জনগণ এসব নাটক ও খেলায় নেই। জনগণ একদিন এর জবাব দেবে।’

৮৩ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন শেষে আজ রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে টানা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘সরকারের স্বদিচ্ছা থাকলে এখনো সমঝোতা সম্ভব। সেক্ষেত্রে সংসদ বহাল থাকায় সংবিধান পরিবর্তন করে নিদর্লীয় সরকার পূনর্বহাল করা সম্ভব।’

নির্বাচনে আসতে না পেরে খালেদা জিয়া এখন কপাল চাপড়াচ্ছেন- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘নিদর্লীয় সরকার ছাড়া বিরোধীদল নির্বাচনে যাবে না এটা অনেক আগের ঘোষণা। সুতরাং দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়া বিএনপি কেন কপাল চাপড়াবে?। বরং একতরফা নির্বাচনের কারণে সরকারের বিরুদ্ধে দেশ ও বিদেশে নিন্দার ঝড় উঠায় তারাই প্রকৃতপক্ষে কপাল চাপড়াচ্ছে। এখন নিজেদের ঘটনা অন্যের ওপর চাপানোর চেষ্টা চলছে।’

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here