moonnewsআজ সোমবার সন্ধ্যায় রাজধানীতে শা্ওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার পবত্রি ঈদুল ফিতর। এক প্রেস ব্রিফিংয়ে চাঁদ দেখা কমিটি জানিয়েছে, সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল মঙ্গলবার সারাদেশে ঈদুল ফিতর পালন করা হবে।

দীর্ঘ একমাস রমজানের সংযম শেষে সারাদেশের মুসলমান কাল ঈদ উদযাপন করবে। সরকারি ও বেসরকারি ভাবে আগেই ঈদ উদযাপন এবং ঈদের জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। রাজধানীর ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আর দেশের সবচেয়ে বড় জামাত হবে শোলাকিয়ায়। জেলা পর্যায় ছাড়াও দেশের সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের জামাত এবং স্বতস্ফূর্ত ঈদ পালন করবে মুসলিমরা।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here