new

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে মহানগরীর খালিশপুর থানার নয়াবাটী এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামান জানান, খুলনাযশোর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের সাথে যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন ইজিবাইক চালক বাবুল হোসেন (৩৮), ইজিবাইকের যাত্রী আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান (৫৫), আড়ংঘাটা দক্ষিণ পাড়ার প্রয়াত আদম গাজীর ছেলে আজিজ গাজী (৫০) এবং একই এলাকার শহীদ (৫৫)। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here