eidnews

 

রাজধানীর পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাতের ব্যবস্থা থাকবে।
সকাল ৭ টায় যে সব স্থানে জামাত: সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরীয়া জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
সোয়া ৭ টায় : দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসূলবাগ জামে মসজিদে প্রথম জামাত এই সময় অনুষ্ঠিত হবে। একই সময়ে অনুষ্ঠিত হবে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত ।
সকাল সাড়ে ৭ টায় : দক্ষিণ বাসাবো বালুর মাঠে প্রথম জামাত, উত্তর শাহজাহানপুর দক্ষিণ খিলগাও ঝিল মসজিদ, ইসলাম বাগ ঈদগাহ ময়দানে প্রথম জামাত, মিরপুরের দারুস সালামের ফুরফুরা দরবার শরীফ কমপ্লেক্সে, এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদ, খিলগাওয়ের পল্লীমা সংসদ, লক্ষীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত, নয়াপল্টন জামে মসজিদ, দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদে তৈয়্যেবিয়া, কাজী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যানপুর এস্টেট জামে মসজিদে এই সময় জামাত অনুষ্ঠিত হবে।
পৌনে ৮ টায় : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌনে ৮ টায় জামাত শুরু হবে। এছাড়া  গেন্ডারিয়া ধুপখোলা মাঠও  মোহাম্মদপুরের তাইয়্যেব জামে মসজিদ অনুষ্ঠিত হবে।
সকাল ৮ টায় : ফার্মগেটস্থ মসজিদ বায়তুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, লক্ষী বাজার নূরানী জামে মসজিদ, আরামবাগ দেওয়ানবাগ শরীফে প্রথম জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন মাঠ, গাজীপুরের মাঝুখান ঈদগাহ ময়দান,  গাজীপুরের মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সায়েদাবাদ  আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে দ্বিতীয় জামাত, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আবু জাফর গিফরী কলেজ মাঠে এই সময় জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সোয়া ৮ টায় যে সব স্থানে জামাত অনুষ্ঠিত হবে : দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসূলবাগ জামে মসজিদে দ্বিতীয় জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত।
সকাল সাড়ে ৮ টায় যে সব স্থানে জামাত অনুষ্ঠিত হবে : দক্ষিণ বাসাবো বালুর মাঠে দ্বিতীয় জামাত, ইসলাম বাগ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত, গুলশান সেন্ট্রাল মসজিদ এ্যান্ড ঈদগাহ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত।
সকাল ৯ টায়: কাজলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৯ টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জামাত, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে একই সময়ে।
সাড়ে নয়টা : আরামবাগ দেওয়ানবাগ শরীফে দ্বিতীয় জামাত
সোয়া নয়টা: ইসলাম বাগ ঈদগাহ ময়দানে তৃতীয় জামাত।
সকাল ১০ টা: বিশ্ব জাকের মঞ্জিল, আরামবাগ দেওয়ানবাগ শরীফে তৃতীয় জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে দ্বিতীয় জামাত।
শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here