J News
ওয়ানডে বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা সাকিব

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে  বোলারদের মধ্যে দুই নাম্বারে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৯৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সাকিবের উপরে আছেন কেবল নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

বোল্টও সাকিব থেকে খুব বেশি এগিয়ে নেই, সদ্যপ্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা এই বোলারের রেটিং পয়েন্ট ৭০৬। সাকিব মিচেল স্টার্ককে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছেন। একই সঙ্গে ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের শীর্ষস্থানটাও ধরে রেখেছেন সাকিব।  বোলারদের র‌্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি। নয় ও দশ নম্বরে উঠে এসেছেন যথাক্রমে অ্যান্ডারসন ও ইরফান।

অস্ট্রেলিয়া-ভারতের সদ্যসমাপ্ত সিরিজের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। পাঁচ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। গ্লেন ম্যাক্সওয়েল উঠে এসেছেন ক্যারিয়ার সেরা আট নম্বর অবস্থানে। এছাড়া শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। এবিডি ভিলিয়ার্স শীর্ষে আছেন, তার পরে যথাক্রমে বিরাট কোহলি, হাশিম আমলা ও কেন উইলিয়ামসন। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে রয়েছেন সৌম্য সরকার, ৬৬১ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here